সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮

Chip Nouko By Prince Mahmud Ft. Kona Bangla Mp3 Song Download



Chip Nouko By Prince Mahmud Ft. Kona Bangla Mp3 Song Download

Song : Chip Nouko
Singer : Kona
Album : Kheyal Poka
Lyric, Tune & Composition: Prince Mahmud
Label : G-Series
ShUkPaKhI [PK]

Download Full Mp3 Song 5 MB File

>>> Click Here To Download File <<<

Chai Toke By Eleyas & Prome Full Mp3 Song Download


Chai Toke By Eleyas & Prome Full Mp3 Song Download

Song: Chai Toke
Singers: Eleyas Hossain, Tamanna Prome
Lyric: Sanjiban Chakraborty
Tune & Music: Rezwan Sheik
Label: Sangeeta
ShUkPaKhI [PK]

Chai Toke Full Mp3 Song Download

>>> Click Here To Download File <<<


Tags: #Chai Toke By Eleyas & Prome Full Mp3 Song Download
#Chai Toke By Eleyas & Prome Mp3 Song
#Chai Toke By Eleyas & Prome song lyrics 

E Monta Bhishon Beyara by Imran Bangla Mp3 Song Download


E Monta Bhishon Beyara by Imran Bangla Mp3 Song Download

Song : E Monta Bhishon Beyara
Artist : Imran
Compositions : Joy Shahriar
Music Arrangements : Chayan Chakraborty
Album : Jokhon Ichchhe Tomar…
Label : aajob records
Post : Huez Studio
Production : Aajob Karkhana
ShUkPaKhI [PK]

E Monta Bhishon Beyara 5 MB Mp3 Song Download

>>> Click Here To Download File <<<

Poloke Poloke By Eleyas Hossain Mp3 Song Download



Poloke Poloke By Eleyas Hossain Mp3 Song Download

Song: Poloke Poloke
Singer: Eleyas Hossain
Lyricist: Sajeeb Shahriar
Tune & Music: Rezwan Sheikh
Label: CD Vision
ShUkPaKhI [PK]

Poloke Poloke Mp3 Song Download

>>> Click Here To Download File <<<

Ami Shudhu Je Tomar By Imran Mp3 Song Download

Ami Shudhu Je Tomar By Imran Mp3 Song Download

Song: Ami Shudhu Je Tomar
Singer: Imran
Lyrics: Snahashish Ghosh
Tune & Music: Imran
Label: Soundtek
ShUkPaKhI [PK]

Ami Shudhu Je Tomar Mp3 Song Download

>>> Click Here To Download File <<<


রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

MUJHKO BARSAAT BANA LO LYRICS – JUNOONIYAT | ARMAAN MALIK


Mujhko barsaat bana lo
Ik lammbi raat bana lo
Apne jazbaat bana lo jaana

Mujhko alfaaz bana lo
Dil ki awaaz bana lo
Gehra sa raaz bana lo jaana
Nasha hoon main behakne do
Mere qatil mujhe jeene ka haq toh do

Mujhko barsaat bana lo
Ik lammbi raat bana lo
Apne jazbaat bana lo jaana

Mujhe apne sirhane pe
Thodi si jagah de do
Mujhe neend na aane ki
Koi toh wajah de do (x2)

Hawa hoon main lipat ne do
Mere qatil mujhe jeene ka haq toh do

Mujhko barsaat bana lo
Ik lambi raat bana lo
Apne jazbaat bana lo jaana

Tere sang guzar jaaye
Yeh umar jo baki hai
Hasdo na zara khul ke
Kaahe ki udaasi hai (x2)

Subah hoon main aane do
Mere qatil mujhe jeene ka haq toh do

Mujhko barsaat bana lo
Ik lambi raat bana lo
Apne jazbaat bana lo jaana (x2)



Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) By Tahsan And Shakila Saki lyrics



আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা 
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

Hariye Fela Bhalobasha (হারিয়ে ফেলা ভালোবাসা) By Habib Wahid Lyrics

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।

বোঝনা, খোঁজোনা, দেখোনা হৃদয়ে
কি যে ব্যাথা আকুলতা
এ ভাবে, কে ভাবে, কে কবে যে প্রনয়ে
বেধে তোমায় পেলো ব্যাথা
সেই স্পর্শের গভীরতা যে ভাষা
তুমি বোঝ কি বোঝনা এই হতাশা।

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।

ভাবোনা, যাবেনা, তবুও তো ভোলা
কেটে যাবে জীবন একা
ভাবোনা, কভুনা, হবেনা তো বলা
বুকে কতো কষ্ট রাখা
এই অস্থিরও সময়ে বলো তা
তুমি শুনতে বলো পারো কি? নাকি পারোনা।

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।

Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে) By Imran Lyrics


বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।
চলতে গিয়ে মনে হয়
দুরত্ব কিছু নয়,
তোমারি কাছেই ফিরে আসি।

তুমি তুমি তুমি শুধু এই মনের আনাছে কানাছে, 
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে।।

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখে ছিলাম।।

ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।


মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে,
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি
সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে।।

ও চাই পেতে আরও মন
পেয়েও এত কাছে,
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালবাসি।

Valo Achi Valo Theko (ভাল আছি ভালো থেকো) By Andrew Kishore & Konok Chapa Lyrics

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
তেমনি তোমার নিবিড় চলা
ভিতরের নীল বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় ছোয়া
গভীরের এই বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি) By Arafat Mohsin Lyrics


নতুন ভোর উঠলো সুরে
নিলো তোমার ঘুমকে তুলে,
তখন আমি আলো হয়ে
ছুয়ে তোমার কপালে..।

ও..ও..ও..চোখ  খোলে আমায় দেখে
আলসেমিতে খুব তুমি অভিমানে,
কুয়াশা মেখে তোমার ঠোটে
লুকোচুরি খেলে গানে..।

ছেড়ে দিয়ে নাটাই সুঁতো
উড়াই ইচ্ছে ঘুড়ি,
একে দেই নীল আকাশে
শত ডানার প্রজাপতি..।।


 একটা দুপুর রঙ্গিন সাঁজে
ডানা মেলে ওই বাতাসে,
হারাবো আজ মেঘের ভাঁজে
দেখবো তোমায় নতুন সাঁজে..।।

Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল) By Miftah Zaman Lyrics - Boro Chele

শিরোনামঃ Tai Tomar Kheyal (তাই তোমার খেয়াল)
কন্ঠঃ Miftah Zaman (মিফতাহ জামান)
কথাঃ Shomeswar Oli (সোমেশ্বর আলী)
সুরঃSajid Sarker (সাজিদ সরকার)
সঙ্গীতঃ Sajid Sarker (সাজিদ সরকার)
 টেলিফিল্মঃ Boro Chele (বড় ছেলে)



এই ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল
এক আধটু কারনে যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম
মনে হয় তোমায় পেলাম
মনে হয় তোমায় পেলাম।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

হয়তো তাঁরার দেশে, হয়তো মেঘের শেষে,
আলো জ্বলে আলো নেভে, তোমার কথা ভেবে
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল।

আমি কোন মুখোশ পড়িনি
আমি কিছু আড়াল করি নি
আমি শুধু ভালোবেসেছি
প্রেমের বাজি ধরিনি।

Dolil by Belal Khan & Nancy Mp3 Song Lyrics

Dolil(দলিল) By Belal Khan/Nancy

তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে, তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর

রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারেবারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে

রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারেবারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে
আধো আলো আধো ছায়ায় কাটে যে প্রহর
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর

নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি

নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি
সত্যি হয়ে পাশাপাশি থেকো, থেকো জনমভর
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে, তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর।

Jodi Hatta Dhoro by Imran & Bristy Bangla Song Lyrics | ভালোবেসে যদি হাতটা ধরো

Jodi Hatta Dhoro by Imran & Bristy Bangla Song Lyrics | ভালোবেসে যদি হাতটা ধরো

♪♪♪♪♪♪♪

ভালোবেসে
যদি হাতটা ধরো
ছেড়ে দেবো যে সবই
কাছে এসে জড়িয়ে রাখো
ভুলে যাবো পৃথিবী

বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে
বুকের মাঝে চিনচিন করে

এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা

প্রেম কি বলো এমনি
নীরবে যে
গোপনেতে তার ই শুধু
ভাবনাতে ঘুমহীন কাটে রজনী (।।)


বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে
এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা

কান পেতে কি শোনোনি
মনের কথা
আকুলতা সবই যেন
জমে আছে দেবো সঁপে
আশা ছাড়িনি (।।)

বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে
এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা।

Jodi Hatta Dhoro by Imran & Bristy Full Mp3 Song Download Link

জন্ম আমার ধন্য হলো মাগো - দেশাত্মবোধক গান

জন্ম আমার ধন্য হলো মাগো - দেশাত্মবোধক গান
................

জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো।।

তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো মাগো।।

তোমার কথায় কথা বলি
পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত।
তুমি আমার—খেলার পুতুল
আমার পাশে থাক মাগো।।

তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এইতো আমার জীবন-মরণ
এমনি যেন থাকি।
বুকে তোমার—ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো মাগো।।

http://bdsonghd.com

Valobeshe Sokhi Nivrite Jotone | ভালোবেসে, সখী, নিভৃতে যতনে – Rabindra Sangeet|রবীন্দ্রসঙ্গীত

Valobeshe Sokhi Nivrite Jotone | ভালোবেসে, সখী, নিভৃতে যতনে – Rabindra Sangeet|রবীন্দ্রসঙ্গীত

...................................

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-তোমার
চরণমঞ্জীরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি – তোমার
প্রাসাদপ্রাঙ্গণে।
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী – তোমার
কনককঙ্কণে।।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো – তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো-তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার
অতুল গৌরবে।

Post by : http://bdsonghd.com

Oporadhi Song Lyrics Bangla