রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

Dolil by Belal Khan & Nancy Mp3 Song Lyrics

Dolil(দলিল) By Belal Khan/Nancy

তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে, তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর

রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারেবারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে

রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারেবারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে
আধো আলো আধো ছায়ায় কাটে যে প্রহর
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর

নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি

নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি
সত্যি হয়ে পাশাপাশি থেকো, থেকো জনমভর
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে, তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম মনের বিন্দার চর
কোন বসন্তে বাঁধবে বল ভালোবাসার ঘর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Oporadhi Song Lyrics Bangla