রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

Jodi Hatta Dhoro by Imran & Bristy Bangla Song Lyrics | ভালোবেসে যদি হাতটা ধরো

Jodi Hatta Dhoro by Imran & Bristy Bangla Song Lyrics | ভালোবেসে যদি হাতটা ধরো

♪♪♪♪♪♪♪

ভালোবেসে
যদি হাতটা ধরো
ছেড়ে দেবো যে সবই
কাছে এসে জড়িয়ে রাখো
ভুলে যাবো পৃথিবী

বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে
বুকের মাঝে চিনচিন করে

এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা

প্রেম কি বলো এমনি
নীরবে যে
গোপনেতে তার ই শুধু
ভাবনাতে ঘুমহীন কাটে রজনী (।।)


বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে
এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা

কান পেতে কি শোনোনি
মনের কথা
আকুলতা সবই যেন
জমে আছে দেবো সঁপে
আশা ছাড়িনি (।।)

বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে
এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা।

Jodi Hatta Dhoro by Imran & Bristy Full Mp3 Song Download Link

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Oporadhi Song Lyrics Bangla